রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে নিষিদ্ধ ভারতের মশলা, অর্থনীতি নিয়ে শঙ্কা রাঙামাটিতে সন্তু লারমার সন্ত্রাসীদের গুলিতে প্রসীত গ্রুপের এর ২ কর্মী নিহত পুলিশের দাবি মার্বেল খেলাকে কেন্দ্র করে হত্যা, দ্বিমত বাবার দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন কারওয়ান বাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণ রোববার থেকে কমতে পারে তাপপ্রবাহ আড়তে বিক্রি সময় অতিরিক্ত আম নেওয়া বন্ধের দাবিতে কৃষিমন্ত্রীর কাছে আম চাষিদের আবেদন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন : ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জেলা নেতৃবৃন্দের

বিদ্যুতের প্রিপেইড মিটার যেন “হিরক রাজার আজব মেশিন”

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

টঙ্গীর ডেসকোর প্রিপেইড মিটার থেকে অতিরিক্ত টাকা কেটে নেয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুতের প্রিপেইড মিটারে দ্বিগুণ, তিনগুণ পর্যন্ত টাকা কেটে নেয়া হচ্ছে। প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে করতে গ্রাহকরা এখন দিশেহারা।

গ্রাহকরা বলছেন, গত দুমাস ধরে এ অবস্থা চলছে টঙ্গীতে। তাদের অভিযোগ স্বাভাবিকের চাইতে মাত্রাতিরিক্ত টাকা কেটে নিচ্ছে প্রিপেইড মিটারগুলো। টাকা ভরতেই নাই হয়ে যাচ্ছে।

স্থানীয় ডেসকো অফিসে গ্রাহকরা প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল বেশি কাটার অভিযোগ নিয়ে আসলে বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা বলছেন, প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল ঠিকঠাক মতোই কাটছে। কোন গণ্ডগোল নাই। আসল ঘটনা খুঁজে বের করে ঠিক কী কারনে এমনভাবে মিটারের টাকা কেটে যাচ্ছে এর একটা বিহিত ব্যবস্থা চেয়েছেন ডেসকোর টঙ্গীর হাজার হাজার গ্রাহক। প্রতিদিন গ্রাহকরা মিটারে বেশি টাকা কেটে নেওয়ার এমন অভিযোগ করলেও গ্রাহকরা এর কোন প্রতিকার পাচ্ছেন না। গ্রাহকরা কার কাছে যাবেন এমন প্রশ্ন এখন সবার। শেষমেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর একটা বিহিত চেয়েছেন গ্রাহকরা। বিদ্যুৎ বিল বেশি কেটে নেয়ার অভিযোগ একজন আর দু’জনের নয়, টঙ্গীর শত শত বিদ্যুৎ গ্রাহকদের। টাকা বেশি কেটে নেয়ার ঘাপলা কোথায় তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গ্রাহকদের অনেকে বলছেন, বিদ্যুৎ ব্যবহার এখন গলার কাটায় পরিনত হয়েছে। সকালে টাকা লোড করলে রাতেই নাই। এদিকে বিদ্যুতের ভূতুড়ে বিলের কথা তুলে ধরে বিদ্যুৎ বিলে বাড়তি বিল দেওয়ার প্রতিবাদ জানাতে গিয়ে চলতি সংসদে সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল ইসলাম সুমন তাঁর নিজ বাসায় দ্বিগুণ তিনগুন বিদ্যুৎ বিলের যন্ত্রণায় দিশেহারা এমন বক্তব্যও তুলে ধরেছেন।সংবাদ পত্রে চাকরি করা রিয়াজ শাহী নামে এক গ্রাহক বলছেন, যে অবস্থা দাঁড়িয়েছে “বাড়ি বেইচ্চা বিদ্যুৎ বিল দিতে হবে।” এমনিভাবে ছাত্র নেতা কানন মোল্লা বলছেন, মানুষকে চুষে খাওয়ার আরেক বস্তু বিদ্যুতের প্রিপেইড মিটার। আগে মাসে খরচ হতো ৭/৮ হাজার টাকা, এখন ১৫/১৮ হাজার টাকা, ফালতু সিষ্টেম। পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেছেন, একটি ছোট ফ্লাটে ৩ দিনে হাজার টাকা নাই। কামরুল হাসানের বক্তব্য, প্রিপেইড মিটার হলো “হিরক রাজার আজব মেশিন।”আলী আফজাল খান বলেন, এটা নিশ্চয় জুলুমের মধ্যে পড়ে। মাকসুদল হোসেন খান বলছেন, “যারা প্রিপেইড মিটারের নিয়ন্ত্রণ করছে তারা আমাদের সাথে বেঈমানী করছে।” ব্যবসায়ী মঙ্গল মিয়া বলছেন, “যে কয় টাকা ঘর ভাড়া পাই অর্ধেক টাকা চলে যায় বিদ্যুৎ বিল দিতে।” ফাইজুর রহমান বলেন, “বিদ্যুৎ বিল দিতে দিতে আমি শেষ।” সাংবাদিক মোস্তাফিজুর রহমান টিটু বলছেন, “পিঠে বস্তা বেঁধে সহ্য করে নেয়া ছাড়া উপায় নেই।”

রাজনীতিবিদ জাকির হাসান খোকন বলছেন, “মনে হয় মৃত্যু ফাঁদ।”  সাবেক টঙ্গী পৌরসভার কমিশনার আবুল হোসেন সিবো বলছেন, “পালাই পালাই অবস্থা “। রানা বলছেন, “গলার কাটা”। টঙ্গী হজ কাফেলার মুয়াল্লিম আয়ুব আলী বলছেন, “জীবন শেষ করে দিল প্রিপেইড মিটার। নাজমুল হুদা বলছেন, “নিজের খাওয়া খরচের চাইতে  বিদ্যুৎ বিলে বেশি খরচ হচ্ছে।” তরফদার শাহীন শাহজাদা বাবু বলছেন, একদিনে ৫ বার রিচার্জ করতে হয়েছে।

সাংবাদিক রিপন আনসারী বলছেন, “আমি অসুস্থ হয়ে গেছি “। আনিসুর রহমান শিপন বলছেন,  ডেসকো একটি রাক্ষসে প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এমনিভাবে নানা জনের বলা নানা কথার শেষ কথায় বিদ্যুৎ গ্রাহকরা প্রিপেইড মিটারে অস্বাভাবিক বিল কাটা বন্ধে দ্রুত সমাধান চেয়েছেন।

কেন রিচার্জকৃত টাকা এমনভাবে কেটে যাচ্ছে গ্রাহকরা এর সঠিক ব্যাখ্যা চেয়েছেন ডেসকো কর্তৃপক্ষের কাছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com