শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

রহনপুর- গোমস্তাপুর সড়কে ৮ ঘন্টা পর স্বাভাবিক হলো যান চলাচল

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৩৫ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

 

প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে রহনপুর – গোমস্তাপুর সড়কে। মঙ্গলবার দুপুর ২ টার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার সকাল ৭ টার দিকে রহনপুর – গোমস্তাপুর সড়কের নিমতলা কাঁঠাল এলাকায় একটি ট্রাক দূর্ঘটনা কবলিত হয়ে ওই সড়কটি বন্ধ হয়ে গেলে দু’পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এ সময় রহনপুর – গোমস্তাপুর সড়ক দিয়ে জেলা সদর চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর – গোমস্তাপুর-

কানসাট সড়ক হয়ে যান চলাচল বাধাগ্রস্থ হয়। বিকল্প সড়ক দিয়ে ছোট যানবাহন চলাচল করলেও ঢাকা থেকে রহনপুর গামী বেশ কয়েকটি নৈশকোচ ও পন্যবাহী ট্রাক আটকা পড়ে। পরে দুপুরে দূর্ঘটনা কবলিত ট্রাকটি রাস্তা থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনাস্থলে উপস্থিত গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রফিক জানান,বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com