তানোর(রাজশাহী)প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গত ১১ ডিসেম্বর শুক্রবার ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউপি আওয়ামী লীগ সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান সহীদুল ইসলাম টুলুর সঞ্চালনায় বামনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের (সাবেক) সভাপতি শফিকুল সরকার, যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান টিটু প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তৃণমুলের নেতাকর্মীরা বর্তমান ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম টুলুর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি এবং সাংগঠনিক নিস্ক্রীয়তার অভিযোগ উঙ্খাপন করে আসন্ন ইউপি নির্বাচনে তার পরিবর্তে নতুন মুখের জনবান্ধব নেতাকে মনোনয়ন দেবার দাবি করেন। আবার কেউ কেউ যুবলীগের সাবেক সভাপতি দুর্দীনের ত্যাগী ও পরিক্ষিত নেতা শফিকুল সরকারকে মনোনয়ন দেয়ার দাবি করেন।