রাজশাহী সংবাদদাতা : আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা ও রাজশাহী মহানগর ডিবি চালিয়ে অভিযানে সন্ত্রাসী কার্যক্রমের ঘটনায় ১৭ জন জামায়াত শিবিরের নেতা/কর্মীকে আটক করে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বোয়ালিয়া মডেল থানার বর্ণালীর পিছনে মোঃ নুরুল আউয়াল (সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী, রাজশাহী মহানগর) সহ আরো কয়েকজনের নেতৃত্বে জ্ঞাত ৩০ জন এবং অজ্ঞাতনামা ৪৫/৫০ জন পরস্পর যোগসাজসে প্রকাশ্যে বৈঠক করে দেশের জননিরাপত্তা বিঘ্নিত ও সর্বভৌমত্ব বিপন্নের যড়যন্ত্র করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিকর নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার ১৬ মার্চ ভোর সাড়ে ৫টার সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মোফাজ্জল হোসেন (৬২), পিতা- মৃত মাজেদ আলী শেখ, গ্রাম- বহরমপুর, বাসা নং-১৩, ২। মাহবুবুল আলম কাজল (৪৭), পিতা- মৃত বেলাল হোসেন, গ্রাম-বসুয়া, ৩। মোঃ বেলাল হোসেন (৪৫), পিতা- মৃত ইউসুফ আলী মন্ডল, গ্রাম-বসুয়া উত্তর পাড়া, ৪। মোঃ আব্দুল্লাহ (২৩), পিতা- মোঃ তৌফিজুল ইসলাম, গ্রাম-অচিনতলা, ৫। আব্দুল হক (৪৪), পিতা- মোঃ হযরত আলী, ৬। মোঃ জিয়াউল হক (২৬), পিতা- মোঃ হযরত আলী, উভয় গ্রাম-শ্যামপুর, থানা- কাটাখালী, ৭। মোঃ মাহবুব হোসাইন (৩০), পিতা-মোঃ আব্দুল অদুদ, গ্রাম-ললিতাহার, ৮। মোঃ মাহফুজ (৩২), পিতা- মোঃ আঃ রাজ্জাক, গ্রাম-খড়খড়ি, ৯। মোঃ মুরাদ হোসেন লাভলু (৩৭), পিতা- মোঃ জমসেদ আলম, গ্রাম-ললিতাহার, সকলের থানা- চন্দ্রিমা, ১০। মোঃ মনিরুল ইসলাম মনির (২৪), পিতা- মোঃ জামাল উদ্দিন, গ্রাম-পবা নতুনপাড়া, থানা- শাহমখদুম, সকলেই মহানগর রাজশাহী।-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে বিপুল পরিমাণ জিহাদি বইপত্র, দেশীয় অস্ত্র শস্ত্র চাকু, ছোরা, চাপাতি ও হাসুয়া উদ্ধার হয়।
অপর দিকে একই ঘটনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অন্য একটি টিম অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আরমান আলী লিটিল (৪০), (সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রশিবির, রাজশাহী মহানগর), পিতা- মৃত আমিন শেখ, গ্রাম-পবা রাইস মিল, থানা-শাহমখদুম ও ২। মোঃ আব্দুল আল মোস্তফা (৪৫), পিতা-মৃত একেএম হানিফ উদ্দিন, গ্রাম-বাসা নং-১৯৫ আসাম কলোনী, থানা-চন্দ্রিমা, উভয় মহানগর রাজশাহী, চন্দ্রিমা থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী মোঃ শামীম (২৫), পিতা-নজরুল ইসলাম, গ্রাম-বাজার পাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাই নবাবগঞ্জ, কাটাখালী থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী মোঃ রবিউল ইসলাম (৪৮), পিতা-মৃত হাবিবুর রহমান, গ্রাম-কাপাসিয়া ফকির পাড়া ও সামাউল কবির (৩৬), পিতা-মৃত বাবর আলী, সাং-শ্যামপুর, উভয় থানা-কাটাখালি, মহানগর রাজশাহী, মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী মোঃ রমজান আলী রমজান (২৭), মৃত ইমাজ উদ্দিন, গ্রাম-ধরমপুর, থানা-মতিহার, মহানগর রাজশাহী এবং শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী মোঃ রুম্মান (২৭), পিতা-মৃত তোজাম্মেল, গ্রাম-বড় বনগ্রাম, থানা-শাহমখদুম, মহানগর রাজশাহী।-কে গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।