বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

ব্যাংককে পৌঁছেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩২৯ বার পঠিত
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স থাইল্যান্ডে পৌঁছেছে।
শুক্রবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এয়ার অ্যাম্বুলেন্সটি থাইল্যান্ড পৌঁছায়। এখন তাঁর চিকিৎসা ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শুরু হবে।
এর আগে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এদিন সন্ধ্যা পৌনে সাতটায় বিরোধীদলীয় নেতার একান্ত সহকারী মামুন হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মামুন হাসান জানান, বিরোধীদলীয় নেতার সঙ্গে আছেন ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।
জানা গেছে, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসার সময়েই হঠাৎ গত ২০ অক্টোবর ফের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এই রাজনীতিবিদ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com