নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়ে বলেন, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন মারা গেছেন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ২ জন, পাবনার ১ জন ও কুষ্টিয়ার ২ জন।নতুন মারা যাওয়াদের মধ্যে ছয়জন পুরুষ এবং ৮ জন নারী। এদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১ জন রয়েছেন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৯ জনে।পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৬ জন। সোমবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৪৫৪ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৫০৮ জন।