বিডি ঢাকা ডট কম. প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে দুই কেজি ৫০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বারঘোরিয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। র্যাব-৫–এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।
আটক হওয়া ব্যক্তির নাম মো. সাগর আলী। আটক মো. সাগর আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর নতুন পাড়ার মো. সাইদুল ইসলামের ছেলে।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ৫ এর কার্যালয় হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো ওমর আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কোটি ৫ হাজার টাকা মূল্যের দুই কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মো. সাগর আলীকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় র্যাবের পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়েছে।