বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ৭২০৫ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
তবে শনিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার মেডিক্যাল বোর্ডের সদস্যরা সবাই বসে সিদ্ধান্ত নেবেন। প্রয়োজন হলে ভর্তি করা হবে।
এর আগে বিকেল সোয়া পাঁচটায় গুলশানের বাসা থেকে রওয়ানা করে ৫টা ৪০মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।
দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছিলেন, শারীরিক চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা হবে।
এর আগে গত ১২ অক্টোবর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৬ দিন পর গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফেরেন তিনি।