বিনোদন নিউজ : ভারতের সিলভারস্ক্রিনে মুক্তির পর প্রথম সপ্তাহে বক্সঅফিসে সাফল্য পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি বক্সঅফিসে প্রথম সপ্তাহে ২ কোটি রুপির বেশি ব্যবসা করে। বাংলা ভাষায় গোলন্দাজের এই সাফল্যের পর হিন্দিতেও মুক্তি পেয়েছে সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গোলন্দাজ’।
সাফটা চুক্তির আওতায় দেশে ‘গোলন্দাজ’ সিনেমা আমদানি করেছে স্টার সিনেপ্লেক্স। শো মোশন লিমিটেডের ব্যানারে সিনেমাটি আমদানি হয়েছে। এই সিনেমার বিনিময়ে কলকাতায় রফতানি করা হয়েছে ‘ন ডরাই’ সিনেমাটি। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সাফটা চুক্তির আওতায় গোলন্দাজ সিনেমাটি আমদানি করা হয়েছে। বিপরীতে ন ডরাই সিনেমাটি রফতানি করেছি। আগামী সপ্তাহ থেকে সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে পারব।
ভারতের সিনেমাটির বিষয়ে সেন্সর বোর্ডের সচিব মোমিনুল হক জানান, গোলন্দাজ সিনেমাটি দেখা হয়েছে। সিনেমাটির বিষয়ে বোর্ডের কোনো আপত্তি নেই। কোনো কর্তন ছাড়া এই সিনেমা সেন্সর ছাড়পত্র পাবে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর গোলন্দাজ সিনেমাটি ভারতে মুক্তি পায়। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনের ওপর আলোকপাত করে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন গোলন্দাজ। ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন দেব। নগেন্দ্র শুধু একজন ফুটবলার ছিলেন না, ভারতের প্রথম ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতাও তিনি। তাই তার মতো একজন ব্যক্তিত্বের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা চ্যালেঞ্জ ছিল অভিনেতা দেবের কাছে। তবে ছবি মুক্তির প্রথম দিনেই দর্শকের মন সেই জিতে নিয়েছেন এই অভিনেতা।
এ জাতীয় আরো খবর..