বিডি ঢাকা ডট কম নিউজঃ শুষ্ক মৌসুমে পানি না থাকায় কৃষি সেচ সহ নৌকা চলতে পারেনা মহানন্দা নদীতে। তাই জেলা বাসির দীর্ঘদিনের দাবী নদীতে রাবার ড্যাম নির্মানের।
সম্প্রতি নদীতে রাবার ড্যাম নির্মানের কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
গতকাল সকাল ১১ টায় শহরের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম পাসে রেহাই চরে নদীতে নির্মিত রাবার ড্যাম নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি (এমপি)।
১৫৭ কোটি ৫লক্ষ ৮৬ হাজার ৫৬৫ টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো)।
সেতুর কয়েকশো ফুট পশ্চিমে শহরে রেহাই চর প্রান্ত থেকে বারঘোরিয়া প্রান্ত পর্যন্ত ৩৯৫ মিটার দৈর্ঘ্য ও ১৫৮ মিটার প্রস্থ এ রাবার ড্যাম নির্মান করা হচ্ছে। এটি নির্মিত হলে কৃষকের সেচ সুবিধা বৃদ্ধি পাবে সাথে নদীতে সারাবছর নৌকা চলাচল করতে পারবে বলে জানান নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
এই সময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি গবেষনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.সাইফুল ইসলাম,রাবার ড্যাম প্রজেক্টের পরিচালক শফিকুল ইসলাম, পিএম রবিউল ইসলাম সহ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ।