মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠীর বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিতদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে এসেডোর মুক্তি প্রজেক্ট এর অফিস প্রাঙ্গনে ফাইটিং ফোর্সড লেবার উইথ আদিবাসী ও দলিত কমিউনিটিস ইন সাউথ এশিয়া (মুক্তি) প্রকল্প আওতায় ট্রেইড ক্রাফ্ট একচেঞ্জ ও ইউরোপিয়ন ইউনিয়নের আর্থিক সহায়তায় ৫টি ট্রেডে ২৭০জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক যুবতীদের মাঝে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নাচোল ইউপি চেয়ারম্যান আব্দুস ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাচোল উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল হক, ফাইন্যান্স ম্যানেজার আজাহার আলী, ইউপি সদস্য নাসিমা খাতুন, নাচোল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এসোসিয়েশনের সভাপতি যতীন হেমরম, সাধারণ সম্পাদক বাবু লাল টপ্পো, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুল ইসলাম বাবু। ফাইন্যান্স ম্যানেজার আজাহার আলী জানান নাচোল উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও জীবমান উন্নয়নের লক্ষ্যে এসেডো মুক্তি প্রকল্প কাজ করছে। নকশি কাঁথা, ব্লক বাটিক, ইলেকট্রিক, সেলুন চেয়ার ও রাজ মিস্ত্রি বিয়ষক প্রশিক্ষণ দেওয়া হয়।