বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার ১৮৮ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগী চিকিৎসা সহায়তা হিসেবে পাচ্ছেন ৯৪ লাখ টাকা। তারা প্রত্যেককেই পাচ্ছেন ৫০ হাজার টাকা করে।
সোমবার সদর উপজেলার ৩৪ জন ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩০ জনের মধ্যে সহায়তার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এই চেক বিতরণ করা হয়।
এছাড়াও সদর উপজেলার ৪৯ জন দুস্থ মানুষের মধ্যে সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমসহ অন্যরা।
সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অন্যদিকে আমাদের নাচোল প্রতিনিধি জানিয়েছেন, সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে রোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে এ চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমোনা শারমীন।
এছাড়া পরবর্তীতে শিবগঞ্জ উপজেলায় ৬৪ জন, গোমস্তাপুর উপজেলায় ৩০ জন ও ভোলাহাট ১৪ জনের মধ্যে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।