বিডি ঢাকা ডেস্ক
ফরিদপুরের নগরকান্দায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা বিভিন্ন কোম্পানির ৯১৮টি গ্যাস সিলিন্ডারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয় উপজেলার তালমা ইউনিয়নের সদর বেড়া এলাকার এম এম জুট মিলের অভ্যন্তরে। অভিযানকালে অবৈধভাবে মজুদ করা গ্যাস সিলিন্ডারসহ কারখানাটির ভেতরে থাকা দুটি ট্রাক ও একটি ট্যাংক লড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তার করা হয় কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে।
অভিযানে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সেনাবাহিনীর ফরিদপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
যৌথবাহিনী জানায়, এম এম জুটমিলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়। এম এম জুটমিল এর মালিক দুই ভাই মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদ জাটমিলের মালিকানার পাশাপাশি দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড এর পরিবেশক।
তবে অভিযানকালে কারখানার মালিক দুই ভাই মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদ পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, এ ঘটনায় এম এম জুট মিলের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলাটির বাদী হয়েছেন সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন। ওই মামলায় আটক ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদকেও আসামি করা হয়েছে।
জব্দ করা মালামাল তালমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার জিম্মায় রাখা হয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।