ফয়সাল আজম অপু : দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় দু:স্থদের বিতরনের জন্য সরকারী বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক মজুদদারকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার বিকেলে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা এলাকায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩’শ ২০ কেজি চাল জব্দ এবং এ ঘটনায় মজুদদার পাতান আলীকে আটক করা হয়। আটক ব্যক্তি ফতেপুর ইউনিয়নের টাকাহারা গ্রামের রইস উদ্দিনের ছেলে পাতান আলী। এঘটনায় আরেক অভিযুক্ত ব্যক্তি টাকাহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পাতান আলীর ভাই ইউনুস আলী পলাতক রয়েছে। নাচোল উপজেলা নির্বার্হী অফিসার সাবিহা সুলতানা জানান, জেলা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তা টাকাহারা এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল জব্দ করা হয় এবং এ সময় গোডাউন মালিক পাতানকে আটক করা হয়। জব্দকৃত চালের পরিমান ১৩’শ ২০ কেজি। তিনি আরও জানান, এ ঘটনায় ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির ইসলাম ভুলু বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেছেন।