গাজিপুর সংবাদদাতা ঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কালিয়াকৈর গ্রুপের ২১ হাজার সদস্য পূর্ণ হওয়ার অনুষ্ঠান।
সোমবার ১৫ই মার্চ গাজীপুরের কালিয়াকৈরে গোল্ডেন মাইন রেস্টুরেন্টে ছোট পরিসরে সেলিব্রেশন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর গ্রুপের সম্যানিত এডমিন জুয়েল পালোয়ান।আরও উপস্থিতছিলেন কালিয়াকৈর গ্রুরে মডারেটর সহ অনেক সদস্য বৃন্দ।
সবার উপস্থিতিতে কেক কেটে িএই দিনটি স্মরনীয় করে রাখা হয়। এই উদযাপনকে আরও প্রাণবন্ত করে কালিয়াকৈর গ্রুপের প্রতিষ্ঠাতা জুয়েল পালোয়ানের জন্মদিন হওয়ায়। তার জন্মদিনে গ্রুপের মডারেটর, সদস্য ও শুভকাঙ্খীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
বিভিন্ন সামাজিক ও সহযোগিতা মূলক কার্যক্রমের মধ্য দিয়ে কালিয়াকৈর গ্রুপটি গাজীপুর তথা কালিয়াকৈর বাসীর কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।