মো.হারুন অর রশিদঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পাশের বধ্যভূমি এলাকায় আবারও ২ টি মর্টারশেল ১ টি রকেট লাঞ্চার ও ১টি ল্যান্ড মাইন্ড উদ্ধার হয়েছে।জানা গেছে,আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের জুয়েল নামে এক কর্মচারী বধ্যভূমি এলাকায় লাকড়ি কুড়াতে যায়।কাজ শেষে সে হাত-মুখ ধোয়ার জন্য শহীদ শামসুজ্জোহা হলের পাশের পুকুরে যায়।এ সময় সে লক্ষ করে একটি লোহা জাতীয় জিনিসের।পরে সেটি সন্দেহজনক হওয়ায় পাশে দায়িত্বরত পুলিশের কাছে নিয়ে যায়।পরে পুলিশ এটি রকেট লাঞ্চার বলে সনাক্ত করে।পুলিশ সদস্য তাকে নিয়ে ঘটনাস্থলে গেলে সেখান হতে আরও দুটি মর্টারশেল ও একটি ল্যান্ড মাইন্ড উদ্ধার হয়।পরে পুলিশ সেগুলো নিজেদের হেফাজতে নিয়ে ঘিরে রাখে।ধারণা করা হচ্ছে এগুলো ৭১ সালে যুদ্ধের সময়কার হতে পারে।উল্লেখ্য যে,গত ২৭ এপ্রিল পাশ্ববর্তী পুকুর থেকে একটি অবিষ্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছিল।পরে সেটি সেনাবাহিনীর বোম নিষ্ক্রয় দল বিষ্ফোরন ঘটিয়ে নিষ্ক্রীয় করে।