নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আলি ও রকিব নামে ২ যুবককে নওগাঁ জেলার নিয়ামতপুরের বনগাঁপাড়া থেকে ২০ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ লজীবটোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলী (১৯) ও আব্দুল সাত্তারের ছেলে রকিব (২১)। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের মোল্লাপাড়া ক্যাম্প কমান্ডার জানতে পারে কুমিল্লা থেকে নওগাঁয় মাদক নিয়ে আসছে কয়েকজন। খবরটি পাবার পর দ্রুত র্যাব ঐখানে ১৫ জুন মঙ্গলবার সকাল ৯ টার দিকে ইজিবাইকে করে যাবার সময় আলি ও রকিবকে র্যাব ঘিরে ফেলে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ২০ কেজি গাঁজা নিয়ে আসা ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও জানায় মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার। এ ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।