বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউএনওর নির্দেশে আওয়ামী লীগ নেতাকে, আরেক নেতার পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৮৮ বার পঠিত

ফয়সাল আজম অপু : ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার জাহানকে ইউএনও মসিউর রহমানের নির্দেশে দলদলি ইউপি চেয়ারম্যান আরজেদ আলি ভুটু, নিজ গুন্ডা বাহিনী নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে আওয়ামীলীগ মানববন্ধন করেছে। রোববার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য পিয়ার জাহানকে ১২ এপ্রিলের মসরিভুজার ঘটনার জেরে, ভোলাহাট ইউএনওর নির্দেশে দলদলী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরজেদ আলী ভুটুসহ তার লোকজন পিটিয়ে আহত করলে আমাকে স্থানীয়রা গতকাল মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান গুরুতর আহত পিয়ার জাহান। তিনি আরও বলেন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মসিউর রহমান কয়েক মাস আগে সরকারি জায়গা উদ্ধারের নামে, হতদরিদ্র মানুষের বাড়ি উচ্ছেদ শুরু করে। এর প্রতিবাদ করলে আমার সাথে টানাপোড়েন শুরু হয়। এরপরে সরকারের দেয়া ভূমিহীনদের ঘর নিয়েও নাটক করে ইউএনও এবং ইউপি চেয়ারম্যান আরজেদ আলি ভুটু। তিনি আরও বলেন ইউএনও ও ইউপি চেয়ারম্যানের যোগ সাজসে মসরিভুজা গ্রামে একজন জেএমবির ভাইকে টাকার বিনিময়ে ঘর প্রদান করার নজির সৃষ্টি করেন। আর এর প্রতিবাদ করার জের ধরেই রবিবার (১৮ এপ্রিল) ইউএনওর নির্দেশেই চেয়ারম্যান ভুটু তার গুন্ডাবাহিনী নিয়ে আমার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফ্ফার মুকুলের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী শাহ্ এ বিষয়ে বলেন, দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটু দুপুরে কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার জাহানের ওপর হামলা চালায়। এসময় তারা হাতুড়ি ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালেকসহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় আরজেদ আলী ভুটুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় সম্ভব হয়নি। এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে পিয়ার জাহান থানায় মামলা করেছেন। আরজেদ আলি ভুুুটু চেয়ারম্যানকে প্রধান আসামী করে মোট ৪ জন আসামী করে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৯ (১৮-০৪-২০২১) ধারা ৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com