নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসুচি পালন করছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সকাল ৯টায় কর্মসুচির উদ্বোধন ঘোষণা করেন। চলবে আজ বিকাল ৪ টা পর্যন্ত।
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া ও মুক্তির দাবিতে দাবিতে শনিবার ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে গণঅনশন কর্মসূচি পালন করছে বিএনপি।
কর্মসূচি ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসমাগম ঘটিয়ে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সার্বিক প্রস্তুতিও রয়েছে।
এছাড়া নয়াপল্টনে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন দেখা গেছে।
এ জাতীয় আরো খবর..