মো.হারুন অর রশিদঃ রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে ব্যাটেলিয়ন আনসার বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।গতকাল শনিবার রাত ৮ টার দিকে মহানগরীর হেতেমখাঁ এলাকায় ওয়াসার ট্রিটমেন্ট প্লান্টের কাছে এ ঘটনা ঘটে।নিহত আনসার সদস্যের নাম মিজানুর রহমান মিজান (৩৫)।তিনি নগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মো.মনসুর রহমান মন্টুর ছেলে।তিনি টাঙ্গাইলের সফিপুরে আনসার বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ও হ্যান্ডবল জুনিয়র টিমের কোচের দায়িত্বে ছিলেন।পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে,শনিবার রাত পৌনে ৮ টার দিকে ওয়াসার ট্রিটমেন্ট প্লান্টের পাশে রেজা নামে এক ব্যক্তির দোকানের সামনে কয়েকজন বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলেন।এ সময় একই এলাকার মদন ঘোষের ছেলে মাধব কুমার ঘোষ(৩৬) তাদের সঙ্গে ছিল।এক পর্যায়ে মিজান লক ডাউনের জন্য লাইট বন্ধ করতে বললে মাধবের সাথে তার কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে মাধব বাড়ি থেকে ছুরি এনে মিজানকে উপুর্যপরি ছুরিকাঘাত করে।পরে সেখানে অবস্থানরত অন্যান্য বন্ধু ও এলাকাবাসী মিজান কে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজান কে মৃত ঘোষণা করেন।এদিকে মিজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও মিজানের বন্ধুরা মাধবকে গ্রেপ্তারের দাবিতে মাধবের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।পরে পুলিশ কর্মকর্তারা মাধবকে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে পরিস্হিতি শান্ত করেন।পরে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় ঘাতক মাধবকে গ্রেপ্তারে মাঠে নামে।পরে রাত ১১ টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশপুঠিয়া বাজার থেকে মাধবকে আটক করে।এদিকে হত্যাকাণ্ডের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ,পিবিআই এর ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেন।পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়।