গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নয় মাস যুদ্ধ করে যারা এদেশের স্বাধীনতা এনেছে।শত মায়ের রক্তে রঞ্জিত এ বাংলার স্বাধীনতা যাদের অক্লান্ত পরিশ্রম ও রক্তের বিনিময় এসেছে। তাদেরই মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্ৰামের মুসলিম মণ্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা মেহেদী হাসান আজ দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেকে) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।’ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।তিনি স্ত্রী,২ ছেলে,৬ মেয়ে ও আত্নীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সন্ধ্যায় (০৭জুলাই) ৬টার সময় রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান , রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী প্রমূখ।গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। জানাজা শেষে ওই ইউনিয়নের বংপুর সরকারী করবস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।