অনলাইন নিউজ : ফ্ল্যাগশিপ ডিজিটাল এসএলআর ক্যামেরা থেকে সরে মিররলেস ক্যামেরা তৈরিতে মনোনিবেশ করছে কেনন। ক্যানন ১ডি মার্ক থ্রি ক্যামেরাই হতে যাচ্ছে কোম্পানির শেষ ফ্ল্যাগশিপ ডিজিটাল এসএলআর ক্যামেরা।
ক্যানন জানিয়েছে, মিররলেস ক্যামেরা তৈরিতে মনোনিবেশ করার জন্যেই এই সিদ্ধান্ত। ফলে আর ফ্ল্যাগশিপ ডিজিটাল এসএলআর ক্যামেরা তৈরি করবে না জাপানের কোম্পানিটি।
জানুয়ারিতে প্রায় ৪ লাখ ৮৫ হাজার টাকা দামে বাজারে আসে ক্যানন ইওএস-১ডি মার্ক থ্রি। প্রফেশনাল ফটোগ্রাফারদের কাছে এখনও প্রথম পছন্দের ডিজিটাল এসএলআর ক্যামেরা এটাই। শুধুমাত্র ফ্ল্যাগশিপ সিরিজের ডিজিটাল এসএলআর ক্যামেরা উৎপাদন বন্ধ করবে ক্যানন।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, মিররলেস ক্যামেরা উৎপাদনে মনোনিবেশ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ক্যানন।
কয়েক বছরের মধ্যে ডিজিটাল এসএলআর ক্যামেরা উৎপাদন বন্ধ করার কথা বলা হলেও কবে এই ক্যামেরা উৎপাদন বন্ধ হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোন দিন ঘোষণা করেনি জাপানের কোম্পানিটি। পেটাপিক্সেলে প্রকাশিত অন্য এক রিপোর্টে জানানো হয়েছে, ক্যানন-এর মতোই মিররলেস ক্যামেরা উৎপাদনে মনোনিবেশ করেছে নিকন। ইতিমধ্যেই ডিজিটাল এসএলআর ক্যামেরা তৈরি বন্ধ করেছে নিকন। ফ্ল্যাগশিপ সেগমেন্টে এবার থেকে ডিজিটাল এসএলআর এর পরিবর্তে শুধুমাত্র মিররলেস মডেল তৈরি করত নিকন।