মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীতে সাবেক স্ত্রীর স্বামীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ডিবির জালে ধরা পড়েছে এক প্রতারক। জানা গেছে,গতকাল (৯মার্চ) ডিবি পুলিশের উপ-কমিশনার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনার সময়, মোঃ মনিরুল ইসলাম সজল(২৯) নামের এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে, মাসুদ রানা(৩৪) নামে এক ব্যক্তির মটরসাইকেল তল্লাশি করে সাইসেন্সার পাইপের কভারের ভিতর থেকে ১০ গ্রাম হেরোইন ও ৮ পিস ইয়াবা উদ্ধার করে।ডিবি পুলিশ মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের গার্ড হিসেবে কর্মরত।পুলিশ জিজ্ঞাসাবাদ আরও নিশ্চিত হয় অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন বা ব্যবসার সাথে জড়িত নয়।পরবর্তীতে ডিবি পুলিশ,তথ্য দাতাকে কৌশলে ডেকে ব্যাপক জিঞ্জাসাবাদে স্বীকার করে যে মাসুদ রানা তার সাবেক স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে বিবাহ করায় সে নিজে মাদক রেখে প্রতিশোধ নেয়ার জন্য পুলিশকে খবর দেয়।ডিবি পুলিশ তৎক্ষণাৎ প্রতারক মনিরুল ইসলাম সজল কে আটক করে।আটক ব্যক্তি নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী পূর্ব পাড়ার মোঃ মোতালেব হোসেনের ছেলে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।