শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

জামালপুরে শুরু হলো বন্যা পরবর্তী বাড়িভিটা উঁচুকরণ কার্যক্রম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪৪০ বার পঠিত

জামালপুরে শুরু হলো বন্যা পরবর্তী বাড়িভিটা উঁচুকরণ কার্যক্রম। গত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে জামালপুরে চলমান ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রæত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের’ আওতায় মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলায় অন্যান্য কাজের পাশাপাশি শুরু হয়েছে বাড়িভিটা উঁচুকরণ কার্যক্রম। ইউকে এইড এর অর্থায়নে কারিতাস ও ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংঘ। ১২ জানুয়ারি সরেজমিনে মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় গত বন্যায় যে সকল বাড়িতে পানি নিমজ্জিত হয়েছিলো এরমধ্যে মাটি পাওয়া সাপেক্ষে গুচ্ছাকারে বাড়িভিটা উঁচুকরণের কাজ করছে উপকারভোগী নারী কর্মীরা। এলাকার দুটি গুচ্ছাকারে বাড়িভিটা উঁচুকরণ কার্যক্রম পরিদর্শনে আসা উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও প্রকল্পের ফোকাল ব্যক্তি জাহাঙ্গীর সেলিম এ প্রতিনিধিকে জানান, গত বন্যার পানি নিমজ্জিত হবার পরিমাপ করে তারও উঁচু করে মাটি কাটা হচ্ছে। আগামীতে গত বন্যার মতো পানি উঠলেও বাড়ি ঘরে আর পানি উঠবে না। উঁচুকরণ ভিটাগুলোতে বন্যা কবলিত মানুষ ও গবাদি প্রাণি আশ্রয় নিতে পারবে। পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কমল পাল, স্কুল ফিডিং প্রকল্পের এমআরও মাহমুদ আলম তপন প্রমুখ। জানা যায়, ছয়শ পরিবার এ কাজে সরাসরি উপকার পাবে। মাদারগঞ্জে বন্যা পরবর্তী বাড়িভিটা উঁচু করার প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক মেরামত, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, ক্ষতিগ্রস্ত নলকূপ মেরামত, বাড়িভিটা উঁচুকরণ, হাঁস ও ছাগল বিতরণ করা হবে। প্রকল্প থেকে সরাসরি দুই হাজার ১১০টি পরিবার উপকৃত হবে। মেরাজুল ইসলাম রবিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com